প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মোদি-বাইডেন বৈঠক আজ, ভারতের উপর বাড়ছে চাপ

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২২ ১২:০২:৩৮ | আপডেট: ২ years আগে
মোদি-বাইডেন বৈঠক আজ, ভারতের উপর বাড়ছে চাপ
ছবি- সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ভার্চুয়ালি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এ দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

রোববার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, ভার্চুয়াল বৈঠকে বাইডেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের পরিণতি এবং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ও পণ্যের বাজারের অস্থিতিশীল প্রভাব হ্রাস করার বিষয়ে কথা বলবেন।

তিনি বলেন, তারা বৈশ্বিক অর্থনীতিকে শক্তিশালী করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, গণতন্ত্র এবং সমৃদ্ধি জোরদার করার জন্য একটি মুক্ত, উন্মুক্ত, নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক আদেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করবেন।

এমন সময়ে দুই নেতার বেঠক হতে চলেছে যখন বাইডেন রাশিয়ায় ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে বিশ্ব নেতাদের কঠোর অবস্থান নিতে আহ্বান জানাচ্ছেন।

রাশিয়ার তেল ও গ্যাস কেনা এড়াতে পশ্চিমা দেশগুলোর চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার জ্বালানি সরবরাহ ক্রয় অব্যাহত রেখেছে। রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান নিয়ে ওয়াশিংটন উদ্বেগ জানিয়েছে। অপরদিকে, রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলতি মাসের শুরুতে ভারত সফরে গিয়ে শুধুমাত্র একতরফাভাবে নয়, সম্পূর্ণভাবে পরিস্থিতি বিবেচনা করার জন্য ভারতের প্রশংসা করেছেন।