প্রতিবেশির বাড়ির মোরগের ডাকে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে মামলু ঠুকেছেন এক জার্মান দম্পতি। সত্তরোর্ধ্ব ফ্রেডরিক ও জুটটা উইলহেম নামক ওই দম্পতির আবেদন, যেন অবিলম্বে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় মোরগটিকে।
অভিযোগপত্রে ওই দম্পতি জানিয়েছেন; মাগডা নামের মোরগটি সকাল ৮ টা থেকে ডাকা শুরু করে। কখনও কখন ভোর ৪টা থেকে শুরু হয় ডাক। আর রাত না হওয়া পর্যন্ত চলতে থাকে সেই ডাক।
দিনে গড়ে শ’-দুয়েক বার তীক্ষ্ণ স্বরে ডেকে ওঠে মোরগটি। মোরগের এ হেন তীক্ষ্ণ ডাক দিনভর শোনা অত্যাচারেরই শামিল বলে অভিযোগ তাদের। মোরগের অত্যাচারে ইতোমধ্যেই এক প্রতিবেশি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন তারা।
তবে এতকিছুর পরও মোরগটির মালিক মিখায়েল জানিয়েছেন, মোরগটিকে অন্যত্র সরানোর উপায় নেই তার। ২০১৮ সালে ৫টি মুরগি কেনেন তিনি। আর সেই মুরগিগুলির জন্যই একটি মোরগ দরকার তার। সে কারণেই মোরগটাকে পুষছেন তিনি।