প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ম্যানিলায় বিশ্ববিদ্যালয় সমাবর্তনে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২২ ১৮:৫৫:৪১ | আপডেট: ২ years আগে
ম্যানিলায় বিশ্ববিদ্যালয় সমাবর্তনে গুলিতে নিহত ৩

ফিলিপাইনের রাজধানীতে একটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাজধানী ম্যানিলা ডিপার্টমেন্ট অথরিটি গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তারা।

জিনহুয়া নিউজের বরাতে দ্য স্টেটসম্যানের খবরে বলা হয়, আটেনিও ডে ম্যানিলা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানের সময় বিশ্ববিদ্যালয়ের গেইট থেকে গোলাগুলি শুরু হয়। নিহতদের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরের সাবেক একজন মেয়র রয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমকে সিটি পুলিশ প্রধান রেমুস মেডিনা জানিয়েছেন, এ ঘটনায় নিরাপত্তা প্রহরী ও অজ্ঞাত একজন নিহত হয়েছেন। এছাড়াও সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তাদের গুলিতে সন্দেহভাজন হামলাকারী আহত হয়। গাড়িতে তাড়া করার পর তাকে গ্রেফতার করা হয়।

বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে সন্দেহভাজন অভিযুক্ত এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে। কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।