প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দাবানলে জ্বলছে ইউরোপ

যুক্তরাজ্যে চার দিনে ১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২২ ১০:৪৫:১৯ | আপডেট: ২ years আগে
যুক্তরাজ্যে চার দিনে ১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

কোনোভাবেই থামছে না ইউরোপের দাবানল। দক্ষিণাঞ্চল থেকে এখন তীব্র তাপদাহ এগোচ্ছে উত্তরাঞ্চলের দিকে। পুড়ছে, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পর্তুগালসহ আশপাশের দেশগুলোর বিভিন্ন অংশ। যুক্তরাজ্যে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেইসাথে মাত্র চার দিনেই এক হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খবর গার্ডিয়ানের

খবরে বলা হয়, বিশেষজ্ঞর বলছেন, রোববার থেকে বুধবার পর্যন্ত দাবানাল ও তীব্র তাপদাহে অন্তত ১ হাজার মানুষের মৃত্যু হতে পারে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা বলেছেন, এ পরিসংখ্যান ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত পূর্ণ-গ্রীষ্মকালীন তাপে অতিরিক্ত মৃত্যুর গড় থেকেও বেশি হবে।

এদিকে, লন্ডন, লিসেস্টারশায়ার, নরফোক এবং সাউথ ইয়র্কশায়ারের ফায়ার সার্ভিস সদস্যরা বড় ধরনের বিপদের সতর্কবার্তা দিয়েছেন। কারণ, এসব এলাকায় এরইমধ্যে দাবানল ছড়িয়ে পড়েছে অনেক ভবনে। পূর্ব লন্ডনের ওয়েনিংটন, রাজধানী এবং গ্রোবি, লিসেস্টারশায়ারে বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে ছাই হচ্ছে।

আরও পড়ুন- প্রাকৃতিক দুর্যোগে মানবজাতির অর্ধেক চরম বিপদে: গুতেরেস

শত শত অগ্নিনির্বাপক কর্মী যুক্তরাজ্যজুড়ে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। এরইমধ্যে দেশটিতে তাপমাত্রা এ যাবতকালের সর্বোচ্চ ৪০.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা বিশ্ববাসিকে জলবায়ুর বিরূপ প্রভাবের বিষয়ে জাগরণের ডাক দিচ্ছে।

এদিকে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বাসিন্দাদের পানি সংরক্ষণ করতে বলা হয়েছে। এ অবস্থায় খরা কারণে পশু খাদ্য সরবরাহকেও আঘাত করছে বলে জানিয়েছেন কৃষকরা।

আরও পড়ুন- পাঞ্জাব উপনির্বাচন: ২০টির মধ্যে ১৫টিতে জয়ী ইমরানের দল

বিশ্ববাসি যদি তীব্র তাপদাহ আর দাবানল থেকে বাঁচতে চায়, তাহলে শুন্য কার্বন নির্গমণের প্রতিশ্রতি বাস্তবায়ন করতে হবে সব দেশকেই। এর বাইরে আর কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা।