প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে গোলাগুলি, নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২১ ১১:০৫:৫৯ | আপডেট: ৩ years আগে
যুক্তরাষ্ট্রজুড়ে গোলাগুলি, নিহত ১৫০

গত ৪ জুলাই ২৪৫তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু স্বাধীনতা দিবসের ছুটি ও উৎসবের আমেজের মধ্যেই গত তিন দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কমপক্ষে চার শতাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। আর এতে নিহত হয়েছেন অন্তত ১৫০ জন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার থেকে রোববার স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত দেশজুড়ে এসব গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে।

এদিকে এই সহিংসতায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে নিউইয়র্কে। রোববার পর্যন্ত শহরে ২১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন।

এর মধ্যে গত ৪ জুলাই অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপনের দিন নিউইয়র্কেই ১২টি গোলাগুলির ঘটনা ঘটেছে। আর এতে ১৩ জন হতাহত হয়েছেন। গত বছর স্বাধীনতা দিবসে নিউইয়র্কে ৮টি গোলাগুলির ঘটনায় ৮ জন হতাহত হয়েছিলেন।

২০২০ সালের প্রথম ৬ মাসের তুলনায় চলতি বছরের প্রথম ৬ মাসে নিউইয়র্কে গোলাগুলির ঘটনা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সময়ে গোলাগুলির ঘটনায় ৭৬৭ জন হতাহত হয়েছিলেন। কিন্তু এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে।

এছাড়া গত তিন দিনের গোলাগুলিতে শিকাগো শহরে ৮৩ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন আরও ১৪ জন। নিহত ১৪ জনের মধ্যে ইলিনয়িস আর্মি ন্যাশনাল গার্ডের একজন সদস্যও রয়েছেন বলে জানা গেছে।

নিউইয়র্ক, শিকাগো ছাড়াও আটলান্টা, ভার্জিনিয়া, ডালাসসহ কয়েকটি এলাকায় সহিংসতা ও হতাহতের খবর পাওয়া গেছে।