যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিমানবন্দরের মাঝ আকাশে দুটি উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’টি বিমানে থাকা তিনজন আরোহী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ওয়াটসনভিলে শহরের ওয়াটসনভিলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
তবে বিমান যেখানে ভূপাতিত হয়েছে, সেখানে ও তার আশেপাশে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান দু’টি যথাক্রমে সিঙ্গেল ইঞ্জিন সেসনা ১৫২ ও টুইন ইঞ্জিন সেসনা ৩৪০ মডেলের। বিমানগুলো ছোটো হয় এবং পাইলটসহ আসন থাকে বড়জোর ৪ থেকে ৬টি।
বিমানের একাধিক কর্মকর্তা বলছেন, দুর্ঘটনার মাত্রা দেখে বুঝা যাচ্ছে- কারোরই বেঁচে থাকার আশা নেই। সূত্র- ইউএসএ টুডে