প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২ ১৫:১০:৩৫ | আপডেট: ২ years আগে
মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, সব আরোহী নিহত
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিমানবন্দরের মাঝ আকাশে দুটি উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’টি বিমানে থাকা তিনজন আরোহী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ওয়াটসনভিলে শহরের ওয়াটসনভিলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

তবে বিমান যেখানে ভূপাতিত হয়েছে, সেখানে ও তার আশেপাশে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান দু’টি যথাক্রমে সিঙ্গেল ইঞ্জিন সেসনা ১৫২ ও টুইন ইঞ্জিন সেসনা ৩৪০ মডেলের। বিমানগুলো ছোটো হয় এবং পাইলটসহ আসন থাকে বড়জোর ৪ থেকে ৬টি।

বিমানের একাধিক কর্মকর্তা বলছেন, দুর্ঘটনার মাত্রা দেখে বুঝা যাচ্ছে- কারোরই বেঁচে থাকার আশা নেই। সূত্র- ইউএসএ টুডে