প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শীর্ষ ধর্মযাজকের ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০০:০৯ | আপডেট: ১ year আগে
যুক্তরাষ্ট্রে শীর্ষ ধর্মযাজকের ইসলাম গ্রহণ
ধর্মযাজক হিলারিয়ন হেগি

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নামকরণ করেছেন সাইদ আব্দুল লতিফ।

যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিজের ব্লগপোস্টে ইসলাম গ্রহণের বিষয়টি নিজেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এই ক্যাথলিক ধর্মযাজক। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এই পুরোহিত পূর্বে একজন রাশিয়ান অর্থোডক্স ছিলেন। ২০০৩ সালের দিকে তিনি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চে যোগদান করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পরের অনুভূতির বর্ণনাও দিয়েছেন তিনি। নিজের এ সিদ্ধান্তকে তিনি ‘ইসলামে প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। এটি যেন তার কাছে ‘নিজের বাড়িতে আসার’ মতো ঘটনা। অর্থাৎ আবদুল লতিফের মাধ্যমে মানুষের রুহের জগতের কথা বোঝাতে চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি পবিত্র কুরআনের সুরা আরাফের ১৭২ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন।

নিজের ব্লগ পোস্টে হিলারিয়ন হেগি বলেছেন, অনেক আগে থেকেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। কয়েক দশক ধরে পর্যবেক্ষণের পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।