প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

যুদ্ধের ময়দানেও ‍যিনি শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২২ ১৫:৫৬:৫৫ | আপডেট: ২ years আগে
যুদ্ধের ময়দানেও ‍যিনি শিক্ষক
শিক্ষার্থীদের অনলাইনে পড়াচ্ছেন শিক্ষক ফেদির শ্যান্ডোর। ছবি: বিবিসি

দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের অনেক অঞ্চলই এখন বিধ্বস্ত। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বন্ধ সবকিছুই। এ অবস্থায় অনেক শিক্ষক পা বাড়িয়েছেন মাতৃভূমি রক্ষায়; যারা জীবন বাজি রেখে ইউক্রেনীয় বাহিনীর সাথে রণসাজে রয়েছেন যুদ্ধের ময়দানে। কিন্তু তারাতো শিক্ষক, যাদের রক্তে মিশে আছে পাঠদান, তাইতো যুদ্ধের ময়দান থেকেও অনলাইনে পাঠদান করে যাচ্ছেন, এমন শিক্ষকের সংখ্যা নেহায়েত কম নয়।

ইউক্রেনে বিবিসি’র সংবাদদাতা এমনই এক শিক্ষকের খোঁজ পেয়েছেন, যিনি পরিখায় অবস্থান করে শিক্ষার্থীদের পাঠদান করছেন। ৪৭ বছর বয়সী ফেদির শ্যান্ডোর নামের ওই শিক্ষক পরিখা থেকে সমাজবিজ্ঞান ও পর্যটন বিষয়ে পড়াচ্ছেন শিক্ষার্থীদের।

খবরে বলা হয়, ইউক্রেনে এমন অনেক শিক্ষকের সাথে কথা হয়েছে, যারা সামরিক বাহিনীতে কাজ করছেন, কিন্তু এখনও তারা তাদের শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ইরিনা নামের এক শিক্ষার্থী জানান, তাদের শিক্ষক শ্যান্ডোরের এ চেষ্টা তাদের পড়ালেখার প্রতি আগ্রহ অনেক বাড়িয়েছে।

তিনি আরও জানান, “আগে যে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হতো না, তারাও প্রতিটি ক্লাসে উপস্থিত হচ্ছে। তিনি সবসময় আমাদের বলেন, আমাদের স্মার্ট হতে হবে, আমরা একটি স্মার্ট জাতির জন্য লড়াই করছি।”

ইউক্রেনের শিক্ষামন্ত্রী সেরহি শাকারলেট জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৯০০ শিক্ষক সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন।