রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সবশেষ তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানে বৈঠক করেছেন। সেখানে ইউক্রেনের শস্য যাতে রপ্তানি করতে পারে সেজন্য কৃষ্ণ সাগর ও বন্দরের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান।
তার এ আহ্বানের পর এরইমধ্যে দুই দেশের চুক্তি সম্পাদিত হয়েছে। শিগগিরই চালু হবে গম রপ্তানি।
রোববার আল জাজিরার খবরে বলা হয়, এ অবস্থায় পুরোপুরি শান্তি অর্জিত না হওয়া পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন এরদোগান।
তিনি বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি অর্জিত না হওয়া পর্যন্ত তার দেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবো।
রিসেপ তাইয়্যেপ এরদোগানও জোর দিয়েছিলেন যে আগামী দিনে ইউক্রেনীয় বন্দরগুলি থেকে সমুদ্র ট্রাফিক পুনরায় শুরু করার মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য সংকট কাটিয়ে উঠতে তুরস্ক অবদান রাখবে।