চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এদিকে, এ খবর ছড়িয়ে পড়ায় আবারও বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে।
বুধবার দেশটির সংসদে গোপন ব্যালটে সদস্যদের দেয়া ভোটে তিনি নির্বাচিত হন। ২২৫টি ভোটের মধ্যে রনিল পেয়েছেন ১৩৪টি।
নিয়ম অনুযায়ী, যত সংখ্যক ভোট পড়বে তার ৫০ শতাংশের বেশি যিনি পাবেন, তিনিই জয়ী হবেন। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন তিন প্রাথী। তারা হলেন- অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা এবং বামপন্থি জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক। তবে দেশটির বিরোধীদলীয় প্রার্থী সাজিদ প্রেমাদাসা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এর আগে তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অবশ্য, তার বিরুদ্ধেও বিক্ষোভ করে আসছেন সরকারবিরোধীরা। তাদের দাবি, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের মতো তাকেও পদত্যাগ করতে হবে। উল্টো তিনিই এখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
প্রেসিডেন্ট হিসেবে জয়ের পর তার বিরুদ্ধে এখন ফের বিক্ষোভ শুরু হয়েছে।