প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রাশিয়ায় গণমাধ্যমের ফেসবুক পেজের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:০১:১১ | আপডেট: ২ years আগে
রাশিয়ায় গণমাধ্যমের ফেসবুক পেজের ওপর নিষেধাজ্ঞা

ইউক্রেনে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, শুক্রবার দেশটির কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগ এক বিবৃতিতে এই বিধিনিষেধ আরোপ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিভিন্ন সংবাদ সংস্থা ও গণমাধ্যমের ফেসবুক পেজ বন্ধ করতে দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ফেসবুক জানিয়েছে, তারা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ফেক্ট চেক বন্ধ না করায় এ পদক্ষেপ নিয়েছে মস্কো। কিন্তু তারা তাদের নীতি থেকে সরে আসবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে ফেসবুক ছাড়া অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ ধরনের নিষেধাজ্ঞার আওতায় আসছে কিনা তা জানা যায়নি। এর আগে ২০২১ সালে টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।