ইউক্রেন ও রাশিয়াকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। সেইসঙ্গে বেসামরিক হতাহতের ঘটনা রোধ করার আহ্বান জানায় তালেবান।
ওই যুদ্ধের দ্বিতীয় দিন শুক্রবার তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখির টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “ইউক্রেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আফগানিস্তানের ইসলামিক এমিরেট এবং বেসামরিক হতাহতের প্রকৃত সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “ইসলামি আমিরাত উভয়পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। সহিংসতাকে তীব্র করতে পারে এমন অবস্থান গ্রহণ করা থেকে সকল পক্ষকে বিরত থাকতে হবে।”
সূত্র: আরব নিউজ