প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বসবেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২২ ১৩:১৩:১৪ | আপডেট: ২ years আগে
রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বসবেন জাতিসংঘ মহাসচিব

রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে তাদের নিজ নিজ রাজধানীতে দেখা করতে চান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর এপি’র।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বুধবার বলেছেন, ইউক্রেনে যুদ্ধের উত্তেজনা থাকায়, গুতেরেস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ইউক্রেনের প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কিকে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানান।

গত ২৪শে ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জাতিসংঘ মূলত সংকটে প্রান্তিক হয়ে পড়েছে, কারণ যুদ্ধটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বিভক্ত করেছে: মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন এবং রাশিয়া।

চীন এ আক্রমণের নিন্দা করেনি। একইসঙ্গে রাশিয়াকে দুর্বল করার পশ্চিমা প্রচেষ্টার শিকার হিসাবে দাবি করেছে দেশটি।

মঙ্গলবার তিনি যে চিঠি পাঠিয়েছেন, গুতেরেস যুদ্ধের অবসানের জন্য সংলাপকে উত্সাহিত করার চেষ্টা করেন।

ডুজারিক বলেন, ‘মহাবিপদ এবং পরিণতির এ সময়ে গুতেরেস ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চান।’

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কির সাথে গুতেরেসের খুব কম যোগাযোগ ছিল, ২৬ মার্চ টেলিফোনে তার সাথে একবার কথা হয়েছিল।

পুতিন গুতেরেসের ফোন কল রিসিভ করেননি বা তার সাথে কোনো যোগাযোগ করেননি। কারণ, জাতিসংঘের প্রধান বলেছেন, এ আক্রমণ জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে।