প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৩:৩৩ | আপডেট: ২ years আগে
রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে রাশিয়া যে দাবি করেছে, তা মিথ্যা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মস্কো জানিয়েছে, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে সরে গেছে সেনা সদস্যরা। তবে পশ্চিমা কর্মকর্তারা দাবি করছেন, এই দাবির সমর্থনে কোনও প্রমাণ দেখা যাচ্ছে না। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ এক টেলিফোন আলাপে সম্মত হয়ে বলেছেন, উত্তেজনা নিরসনে রাশিয়াকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

রাশিয়া বারবারই ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। সীমান্ত এলাকায় এক লাখের বেশি সেনাসমাবেশ ঘটানোর পর পশ্চিমাদের আগ্রাসন আশঙ্কাকে ‘ভীতি’ আখ্যা দিয়ে আসছে।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে সেনা সদস্যদের ক্রিমিয়া ত্যাগ করতে দেখা যায়। ২০১৪ সালে এ অঞ্চলটি দখল করে রাশিয়া।

তবে হোয়াইট হাউজের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, গত কয়েক দিনে ইউক্রেন সীমান্তে আরও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। এর মধ্যে বুধবারও নতুন সেনা মোতায়েন হয়েছে।

সেনা প্রত্যাহারের বিষয়ে রাশিয়ার দাবির প্রতি সন্দেহ পোষণ করে মার্কিন কর্মকর্তা বলেন, আমরা ওই দাবির প্রতি বেশ মনোযোগ দেখতে পাচ্ছি, এখানেও এবং পুরো বিশ্বেও। কিন্তু এখন আমরা জানি এটা মিথ্যা।

এর কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এখনও পর্যন্ত তার দেশের সীমান্ত থেকে রুশ বাহিনী প্রত্যাহারের কোনো ঘটনা ঘটেনি।