চীনা প্রসিডেন্ট শি জিনপিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার রাশিয়ার পৌঁছেছেন। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি ও সিএনএন।
তাসের বরাত দিয়ে বিবিসি বলছে, কিছুক্ষণ আগে শি ভনুকোভো বিমানবন্দরে নেমেছেন। আজকে বিকেলে পুতিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের আগে পুতিনের সঙ্গে দুপুরের খাবার খাবেন তিনি।
আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক সব বৈঠক ও কার্যক্রম শুরু হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। ওই আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেলেন শি।
বিভিন্ন বিশ্লেষক ধারণা করছেন, শির এই সফরের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানে ভালো কোনো খবর আসতে পারে। যদিও সম্প্রতি চীনের দেওয়া শান্তি প্রস্তাবে পুতিন খুশি হলেও মার্কিন প্রেসিডেন্ট এতে নাখোশ ছিলেন।