রাশিয়ায় ২৮ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে।
দেশটির সর্ব পূর্বে অবস্থিত কামচাটকা উপত্যকার উপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটি নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিখোঁজ বিমানটি অ্যান্টোনভ এএন-২৬ মডেলের। নিখোঁজের সময় বিমানটিতে ২৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬ জন ক্রু ছিলেন।
জানা গেছে, যাত্রীবাহী ওই বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের দিকে যাচ্ছিলো। যাত্রা পথে কামচাটকা উপত্যকার উত্তর দিকের পালানা গ্রামের উপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির সর্বশেষ যোগাযোগ হয়।
এরপর থেকে আর বিমানটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বিমানটির অবস্থান জানতে কাজ করছে উদ্ধারকারী দল।
এদিকে স্থানীয় আবহওয়া কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটি নিখোঁজের সময় কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন ছিল।