রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি শেল।
মঙ্গলবার কোম্পানিটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। খবর বিবিসি।
একইভাবে রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ ঘোষণা করতে পারে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)।
শেল জানিয়েছে, তারা রাশিয়ান অপরিশোধিত তেল কেনার সবগুলো শাখা অবিলম্বে বন্ধ করবে। এমনকি রাশিয়ায় তাদের বিমান জ্বালানি ও লুব্রিক্যান্টস সংক্রান্ত কার্যক্রম এবং সেখানকার সার্ভিস স্টেশনগুলোর কার্যক্রমও বন্ধ করে দেবে।এ ছাড়া রাশিয়ার সঙ্গে অন্যান্য যোগাযোগও পর্যায়ক্রমে বন্ধ করবে।
শেলের প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ভ্যান বিউর্ডেন বলেন, গত সপ্তাহে রাশিয়ান অপরিশোধিত তেলের একটি কার্গো কেনার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল। যদিও আমাদের চিন্তায় জ্বালানি সরবরাহের বিষয়টি প্রাধান্যে ছিল, কিন্তু তা সঠিক ছিল না। আমরা দুঃখিত।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু পর বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানিও রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। আর আক্রমণ শুরুর পর জ্বালানি তেলের মূল্যও রেকর্ড বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৩ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।