রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার দূরে একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা। যে অঞ্চলে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে, তার পাশেই আছে রাশিয়ার তেল এবং গ্যাস সরবরাহকারী সংস্থা গ্যাসপ্রমের একটি ডিপো। তবে রাশিয়ার সংবাদসংস্থাকে গ্যাসপ্রম জানিয়েছে, তাদের ডিপোয় কোনো ক্ষতি হয়নি।
মস্কোর গভর্নর আন্দ্রেই ভরোবাইঅভ জানিয়েছেন, ড্রোনটি ইউক্রেনের। কোলামনা অঞ্চলে গ্যাসপ্রমের ডিপো এবং একটি বেসামরিক কাঠামো ধ্বংস করার জন্যই ড্রোনটি পাঠানো হয়েছিল বলে তার দাবি। তবে তার আগেই রাশিয়ার সেনারা ড্রোনটিকে গুলি করে নামিয়ে নেয়।
এদিকে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে, একটি নয়, দুইটি ড্রোনকে ভূপাতিত করেছে তারা। প্রথম ড্রোনটির একটি ছবি প্রকাশ করেছে রাশিয়া। সেখানে দেখা যাচ্ছে, বরফ ঢাকা রাস্তায় ড্রোনটি পড়ে আছে। এছাড়াও ড্রোনটির মডেল এবং নম্বর প্রকাশ করেছে। ইউজে-২২ এয়ারবর্ন মেকের ড্রোনটি মূলত ইউক্রেনের উকারজেট সংস্থা এই ড্রোনগুলো তৈরি করে বলে রাশিয়ার দাবি। তবে অন্য ড্রোনটির তথ্য অবশ্য এখনো দেয়া হয়নি।
অন্যদিকে, এই ড্রোন হামলার বিষটি এখনো পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন। এর আগেও রাশিয়ার সীমান্ত অঞ্চলে সেনাঘাঁটিতে ড্রোন আক্রমণ হয়েছে। তার দায়ও ইউক্রেন স্বীকার করেনি। স্বাভাবিকভাবেই এদিনের ঘটনা নিয়েও ইউক্রেন কোনো মন্তব্য করেনি।
ইউক্রেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা অবশ্য সামাজিক মাধ্যমে লিখেছেন, রাশিয়ার ভিতর প্রায় ৫০০ কিলোমিটার দূর পৌঁছে গেছিল ড্রোনটি।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এক বছর ধরে চলা এই যুদ্ধে বেসামরিক নাগরিকসহ দুই পক্ষের লক্ষাধিক মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। বাস্তুচ্যূত হয়েছে কয়েক কোটি মানুষ। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই।