চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মারা যাওয়া ‘হাজারো’ রুশ সেনার মরদেহ ইউক্রেন থেকে সরিয়ে নিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেলেশ্চুক।
শনিবার তিনি এ আহ্বান জানিয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি।
ভেলেশ্চুক জানিয়েছেন, আক্রমণ করতে আসা রুশ বাহিনীর কয়েক হাজার সেনা নিহত হয়েছে। রেড ক্রসের উচিৎ এই মরদেহগুলো রাশিয়ার কাছে ফেরত দেওয়া।
এর আগে ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে জানায়, এখন পর্যন্ত সাড়ে তিন হাজার রুশ সেনা নিহত হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে কোনও হতাহতের কথা স্বীকার করা হয়নি।
শুক্রবার আইটিভি নিউজের এক প্রতিবেদনে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নথি তুলে ধরা হয়েছে। এতে প্রকাশ পেয়েছে- সংঘাতে ব্যাপক হতাহতের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে মস্কো এবং এ কাজের জন্য চিকিৎসক নিয়োগের প্রয়োজন হবে।