প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রুশ হামলায় কিয়েভের পাশের শহরের মেয়র নিহত

০৭ মার্চ ২০২২ ২০:৩১:৫১ | আপডেট: ২ years আগে
রুশ হামলায় কিয়েভের পাশের শহরের মেয়র নিহত

রুশ সেনাদের হামলায় নিহত হয়েছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী হোস্তোমেল শহরের মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো।

স্থানীয় সময় সোমবার শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, শহর কর্তৃপক্ষের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ক্ষুধার্তদের মধ্যে খাবার ও অসুস্থদের মধ্যে ওষুধ বিতরণ করার সময় গুলিবিদ্ধ হয়ে মেয়রসহ তিনজন নিহত হন। বাকি দুজনের পরিচয় জানানো হয়নি।

রাজধানী কিয়েভের দিকে এগিয়ে আসতে থাকা রাশিয়ার বিশাল সেনাবহরের অগ্রভাগ এখন হোস্তোমেলের পাশের শহর ইরপিনে কাছে চলে এসেছে।

গত দুই থেকে তিন দিন ধরে ইরপিন, হোস্তোমেল ও ওই অঞ্চলের আরেক শহর বুচায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে।

নিহত মেয়রের বিষয়ে হোস্তোমেল শহর কর্তৃপক্ষ বলেছে, তিনি হোস্তোমেলের জন্য, নিজেদের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। একজন নায়কের মতো তার মৃত্যু হয়েছে।

হোস্তোমেলের অবস্থান কিয়েভের উত্তর–পশ্চিমে। এই শহরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর প্রথম দিকে বিমানঘাঁটি দখলে নেয় রুশ সেনারা। পরে কয়েক দফায় তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই হয়।