লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাডুবিতে অন্তত ৫৭ শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র সাফা মেহলি জানান, গত রোববার শরণার্থীদের বহনকারী নৌকাটি খুমসের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে যাত্রা করেছিল।
যাত্রা শুরু করার পর নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর খারাপ আবহাওয়ার কারণে এটি উল্টে ডুবে যায়।
এসময় ওই নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ওই নৌকা থেকে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় জেলে এবং উপকূলরক্ষী বাহিনীর সহায়তায় জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার করার পর তাদেরকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শরণার্থীরা নাইজেরিয়া, ঘানা এবং গামবিয়ার নাগরিক।
বাকি ৫৭ জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এদের মধ্যে কমপক্ষে ২০ নারী এবং দুই শিশু রয়েছে।