প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

লুহানস্কের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২২ ১২:৩৬:২৮ | আপডেট: ২ years আগে
লুহানস্কের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা: রাশিয়া
সংগৃহীত

ইউক্রেনের ডনবাসের লুহানস্ক প্রদেশের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ান সেনারা। মঙ্গলবার এ দাবির কথা জানিয়েছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, লুহানস্ক প্রদেশের প্রায় পুরোটাই দখলে রেখেছে মস্কোর বাহিনী।

রাশিয়া জানিয়েছে, তাদের অন্যতম লক্ষ্য কয়লা খনি এবং কারখানার কেন্দ্রস্থল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নেয়া।

শোইগু আরও বলেছেন, রুশ সৈন্যরা পোপাসনা শহরের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা লাইমান, সোভিয়াতোহিরস্ক এসব অঞ্চলের ১৫টি শহর নিয়ন্ত্রণ নিয়েছে।

মঙ্গলবার রাতে জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী গত দিনে পূর্ব ডনবাস অঞ্চলে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করেনি। অঞ্চলটিতে বীরত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা অব্যাহত আছে।

এদিকে ইউক্রেনের কর্মকর্তা ও সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়া এখন দোনেৎস্ক প্রদেশের প্রায় অর্ধেক দখল করেছে বলে মনে হচ্ছে।