প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

লোহার বগির নিচে ছিন্নভিন্ন হাত-পা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৩ ১৩:৪৯:৪৬ | আপডেট: ২ years আগে
লোহার বগির নিচে ছিন্নভিন্ন হাত-পা
ছবি: সংগৃহীত

ভারতের ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৮৫০ জনের বেশি। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওড়িশার বালেশ্বরে রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি বগি।
দুর্ঘটনাস্থল থেকে যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে শুধু ভয়াবহতা আর হাহাকার। ট্রেনের বগি কাত হয়ে পড়ে আছে রেললাইনের ধারে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে লাশ। কেউ স্বজন হারিয়ে কাঁদছেন, কারও চোখেমুখে মৃত্যুকে কাছ থেকে প্রত্যক্ষ করার আতঙ্ক। দুমড়ে-মুছড়ে যাওয়া লোহার বগির ফাঁক দিয়ে বেরিয়ে আছে মানুষের দেহ। দেহের অধিকাংশই ট্রেনের নীচে চাপা পড়ে রয়েছে। পাশে ছড়িয়ে আছে জামাকাপড়, ব্যাগপত্র।

ট্রেনের পাশাপাশি রেললাইনেরও করুণ দশা। মাঝখান থেকে দু’ভাগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাইন। কোথাও সেই ভাঙা লাইনেই লেগে আছে চাপ চাপ রক্তের দাগ।

রেললাইন থেকে বেশ খানিকটা দূরে উল্টে থাকা ট্রেনের বগি দেখতে সকাল সকাল ভিড় করেছেন অনেকে। স্থানীয় কৌতূহলীরা ট্রেনের কাছে গিয়ে ঘটনার বীভৎসতা চাক্ষুষ করছেন।

শুক্রবার সন্ধ্যা থেকে একটানা উদ্ধারকাজে নেমে ক্লান্ত উদ্ধারকারীরাও। রেললাইনের উপরেই বসে কিছু ক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছেন তারা। কারও মাথায় হাত, কেউ হতাশ চোখে চেয়ে আছেন দুমড়ে যাওয়া করমণ্ডলের দিকে।

মালগাড়ি এবং ট্রেনের কামরাগুলো পরস্পরের সঙ্গে ধাক্কায় এমন ভাবে বিচ্ছিন্ন হয়েছে যে, সেগুলিকে আর চেনার উপায় নেই। ট্রেনের ভিতর থেকে বেরিয়ে এসেছে যন্ত্রপাতির টুকরো।

উদ্ধারকারীদের সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশকর্মীরাও। ট্রেনের কামরার নীচে ঝুঁকে পড়ে তারা আটকে পড়া যাত্রীদের খোঁজ করছেন।

ট্রেনের নীচ থেকে উদ্ধার করা মৃতদেহগুলো সাদা কাপড়ে মুড়ে রেললাইনের উপরেই রাখা হয়েছে। দেহ শনাক্ত করা যায়নি এখনও।

এদিকে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। সিগন্যালের গোলমাল, চালকের গাফিলতি না কি গতির খেসারত, উঠে আসছে একাধিক সম্ভাবনা।