প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীনের দক্ষিণ-পশ্চিম অংশ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৯:০৮ | আপডেট: ২ years আগে
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীনের দক্ষিণ-পশ্চিম অংশ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পশ্চিম চীনের কিছু অংশ। এতে ৭ জনের মৃত্যু হয়েছে। (খবর এএফপি’র)।

সোমবার দুপুরে সিচুয়ান প্রদেশের লুডিং কাউন্টি ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬ এবং কেন্দ্র ছিল ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চেংদু থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে একটি পাহাড়ি এলাকায়।

চীনের এই সিচুয়ান অংশে টেকটোনিক প্লেট মিলিত হয়। এর ফলে সেখানে নিয়মিত ভূমিকম্প হয়। জুনে দুটি ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন।

চেংডুর বাসিন্দা জিয়াং ডানলি দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন। “জুন মাসে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, সেসময় আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি একটি ভবনের অনেক উঁচু তলায় থাকি এবং সেখানে বেশ ঝাঁকুনি লাগে।”

জিয়াং জানান তিনি ৩১ তলার উপর বাস করেন। ভূমিকম্পের সময় অ্যাপার্টমেন্টে পাঁচ মিনিটের জন্য একটি ডেস্কের নীচে লুকিয়ে ছিলেন তিনি। সেসময় তার অনেক প্রতিবেশী নিচে ছুটে যান।

সাম্প্রতিক বছরগুলিতে চীনের সবচেয়ে ভয়াববহ ভূমিকম্প হয় ২০০৮ সালে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৭.৯।  এই ভূমিকম্পে সিচুয়ানে প্রায় ৯০ হাজার মানু্ষের মৃত্যু হয়। ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী চেংডুর শহর, স্কুল এবং গ্রাম বিধ্বস্ত হয়ে যায়। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লেগে যায় প্রায় ১ বছর।