প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শিলিগুড়িতেই মিলবে বাংলাদেশের ভিসা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২২ ১৫:৪২:২২ | আপডেট: ২ years আগে
শিলিগুড়িতেই মিলবে বাংলাদেশের ভিসা

ভারতের শিলিগুড়িসহ উত্তরপ্রদেশের মানুষকে বাংলাদেশের ভিসার জন্য আর কলকাতায় যেতে হবে না। শিলিগুড়ি থেকেই বাংলাদেশে ভিসা সংগ্রহ করা যাবে। সূত্র: ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

বুধবার শিলিগুড়ির সোনালী ব্যাংক শাখা ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শুরু হয়েছে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র। সংস্থাটি থেকে শিলিগুড়িসহ উত্তরপ্রদেশের মানুষরা বাংলাদেশে যাওয়া-আসার ভিসা সংগ্রহ করতে পারবে।

ভিসা আবেদন কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সোনালী ব্যাংক লিমিটেডের শিলিগুড়ি শাখার মুখ্য কার্য কার্যনির্বাহী আধিকারিক রোশন জাহান বলেন, এখান ৭ থেকে ১০ দিনের মধ্যেই বাংলাদেশের ভিসা পাওয়া যাবে। এই ভিসা আবেদন কেন্দ্র চালু হওয়ার ফলে এখানকার মানুষকে আর কলকাতায় গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এতে আর্থিক খরচের পাশাপাশি দালালদের খপ্পর থেকে মুক্তি মিলবে।

তিনি জানান, দুটি কেন্দ্রে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। প্রথমটি সোনালি ব্যাংক শিলিগুড়ি শাখা, অন্যটি শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটের ভিসা আবেদন কেন্দ্র থেকে। শনি ও রবিবার ছাড়া সাপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভিসা কার্যক্রম চলবে এবং দুপুর ১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

দ্য টেলিগ্রাফসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, ভারত থেকে প্রতিদিন বাংলাদেশে অনেক মানুষ আশা-যাওয়া করে। এর মধ্যে ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যাই বেশি। এর আগে কলকাতা থেকে বাংলাদেশেরে ভিসার নিতে হতো। এই ভিসা কেন্দ্র চালু হওয়ায় এখানকার মানুষের বাংলাদেশে যাওয়া আরও সহজ হবে।