সরকারবিরোধী বিক্ষোভে হিতে বিপরীত হচ্ছে চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জন্য। আরও পিছিয়ে যাচ্ছে দেশটি। বেশ কয়েক মাস ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ সহায়তা পেতে দেশটি চেষ্টা চালালেও তা গত সপ্তাহের বিক্ষোভের কারণে আরও পিছিয়ে গেছে।
দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, অর্থনৈতিক সংকট উত্তরণে সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে একটি চুক্তি আগস্টে হওয়ার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভের জেরে তা পিছিয়ে দেয়া হয়েছে সেপ্টেম্বরে। খবর এপির।
শনিবার রনিল বলেন, তিনি প্রাথমিকভাবে আগস্টের প্রথম দিকে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য ঠিক করেছিলেন। কিন্তু তার আর সম্ভব হচ্ছে না।
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি স্বাধীনতার পর এখন সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট পার করছে। দেউলিয়া হওয়া দেশটি এখন আইএমএফ থেকে একটি পুনরুদ্ধার ঋণ সহায়তার দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে দেশটিতে মুদ্রাস্ফীতি প্রায় ৬০ শতাংশে গিয়ে ঠেকেছে।