প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যায় ২১ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২২ ১৭:২৮:৩৬ | আপডেট: ২ years আগে
শ্রীলঙ্কায় বন্যায় ২১ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

শ্রীলঙ্কায় গত ৪৮ ঘণ্টায় বন্যা ও ভূমিধসে পাঁচ হাজারের বেশি পরিবারের ২১ হাজার ৮৮৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় দুজন প্রাণ হারিয়েছেন।

শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমসি জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটির ১১১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়া নিরাপত্তার জন্য ২৬৪ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে- হাম্বানটোটা, গলে, ত্রিনকোমালি, কিলিনোচ্চি, গাম্পাহা, কলম্বো, পুট্টালাম ও ক্যান্ডি।

ডিএমসি আরও জানিয়েছে, আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার অনেক দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।