প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীই অর্থমন্ত্রী

২৫ মে ২০২২ ১৬:২৭:৩০ | আপডেট: ২ years আগে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীই অর্থমন্ত্রী
সংগৃহীত

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেই দ্বীপ দেশটিতে বুধবার বিক্রমাসিংহকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর ১২ মে শপথের মাধ্যমে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হন রনিল বিক্রমাসিংহে। সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তার শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির সরকারি ভবনে শপথ অনুষ্ঠিত হয়।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে- প্রয়োজনীয় ওষুধ না থাকায় দেশটির হাসপাতালগুলো চিকিৎসাধীন থাকা গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসা থামিয়ে দিতে বাধ্য হচ্ছে।

এমন অবস্থায় ঘুরে দাঁড়ানোর জন্য দেশি এবং বিদেশি ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছেও সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা।