চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় কয়েক হাজার বিক্ষোভকারী পুলিশ ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে হামলা চালিয়েছে। এটি এ বছর দেশটির সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। খবর আল জাজিরার।
শনিবার স্থানীয় টিভি নিউজ চ্যানেল নিউজফার্স্টের ভিডিও ফুটেজে দেখা যায়, বেশকিছু বিক্ষোভকারী যারা শ্রীলঙ্কার পতাকা ও হেলমেটধারী, তারা রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে প্রবেশ করেন।
পূর্ব ঘোষিত এ বিক্ষোভ দমনে গতকালই ৩০ হাজারের বেশি সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এক সামরিক কর্মকর্তা বলেছিলেন, বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারবে না। কিন্তু তা সহিংস হয়েছে।
বিক্ষুব্ধ জনতাকে প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করা থেকে বিরত রাখতে সেনারা ফাঁকা গুলি চালায়, রিপোর্টে বলা হয়েছে। তবে প্রেসিডেন্ট ভবনের ভেতরে কিনা তা স্পষ্ট নয়।
অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে রাজনৈতিক দলের নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিক্রমাসিংহে সংসদ ডাকার জন্য স্পিকারকে অনুরোধও করেছিলেন।
২২ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে খাদ্য ও জ্বালানির তীব্র সংকটে রয়েছে। এতেই ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করছেন সরকারবিরোধীরা।