প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২২ ১৭:৩৮:৫৭ | আপডেট: ২ years আগে
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
রনিল বিক্রমাসিংহে (ফাইল ছবি)

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

শুক্রবার দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়ার কাছে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এদিন শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী রনিল জানান, তিনি দেশটিতে একটি সর্বদলীয় সরকার প্রতিষ্ঠায় কাজ করবেন। এ জন্য সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করার পাশাপাশি কয়েক মাস ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে বিপর্যস্ত দেশটিতে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন।

দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেয়ার পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন রনিল।

এর আগে গত বুধবার ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া। আজ সকালে সে পদত্যাগপত্র গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। এ সময় সাত দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নিয়োগের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

স্পিকার বলেন, শ্রীলঙ্কার সংবিধানের ৩৮.১ (বি) ধারা অনুযায়ী আমি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগপত্র গ্রহণ করেছি।

ঘোষণা অনুযায়ী, এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট গোতাবায়া তার দায়দায়িত্ব থেকে আইনত পদত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেয়ার সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে। এ সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল প্রেসিডেন্টের কার্যক্রম ও দায়িত্বগুলো পালন করবেন। এ সময় প্রেসিডেন্টের কার্যালয় পরিচালনার ক্ষমতা তার কাছে থাকবে।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও ব্যাপক জনবিক্ষোভের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। মালদ্বীপ থেকে বৃহস্পতিবার সিঙ্গাপুর যান গোতাবায়া। স্থানীয় সময় গতকাল সন্ধ্যার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পৌঁছান তিনি। যদিও সিঙ্গাপুর সরকার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গোতাবায়া ব্যক্তিগত সফরে গিয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় চাননি।