প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভয়াবহ অর্থনৈতিক সংকট

শ্রীলঙ্কায় চালের কেজি ৫০০, গুঁড়া দুধ ১৯৭৫ রুপি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২২ ১১:৪৪:৫৮ | আপডেট: ২ years আগে
শ্রীলঙ্কায় চালের কেজি ৫০০, গুঁড়া দুধ ১৯৭৫ রুপি

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশটিতে খাদ্য, ওষুধ, গুঁড়া দুধ , রান্নার গ্যাস এবং জ্বালানীর মতো প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা দিয়েছে। 

দেশটিতে এখন এমন অবস্থা হয়েছে যে, চালের কেজি পৌঁছেছে শ্রীলঙ্কান ৫০০ রুপিতে। আর গুড়া দুধের কেজি ১ হাজার ৯৭৫ রুপি। অন্যদিকে, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ পেট্রোল, ডিজেল পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। খবর ইন্ডিয়া ডটকমের।

উৎপাদনকারী প্ল্যান্ট পরিচালনার জন্য জ্বালানীর অভাব এবং শুষ্ক আবহাওয়া জলবিদ্যুতের ক্ষমতা হ্রাস করার কারণে মানুষ প্রতিদিন লোড শেডিং সহ্য করছে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসের শুরুতে স্থানীয় মুদ্রাকে ফ্রি ফ্লোট করার অনুমতি দিয়েছে, যার ফলে দাম বেড়েছে।

ইন্ডিয়া ডটকমের খবরে আরও বলা হয়, মুদ্রাস্ফীতির কারণে দ্বীপরাষ্ট্রটিতে খাদ্য ও পানীয়ের ব্যাপক দাম বেড়ে গেছে। খাদ্যসামগ্রী কিনতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

দেশটিতে চালের দাম প্রতি কেজি পৌঁছেছে ৫০০ শ্রীলঙ্কান রুপিকে। আর ৪০০ গ্রাম দুধের গুঁড়ার দাম গিয়ে ঠেকেছে ৭৯০ রুপি, যা কেজিতে ১ হাজার ৯৭৫ রুপি।

গত তিন দিনে দুধের গুঁড়োর দাম ২৫০ রুপি বেড়েছে।