প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিক্ষোভ রোধে তৎপর সরকার

শ্রীলঙ্কায় ফের কারফিউ, সোশ্যাল মিডিয়া বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২২ ১০:৫৮:৪১ | আপডেট: ২ years আগে
শ্রীলঙ্কায় ফের কারফিউ, সোশ্যাল মিডিয়া বন্ধ

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় খাদ্য, জ্বালানি আর ওষুধের ঘাটতির সঙ্গে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এরই জেরে শ্রীলঙ্কায় ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে সরকার। খবর বিবিসি ও আলজাজিরার।

শনিবার সন্ধ্যা থেকে এ কারফিউ কার্যকর হয়েছে এবং এটি চলবে সোমবার সকাল পর্যন্ত। শুধু কারফিউ জারিই নয়, সোশ্যাল মিডিয়া সাইটগুলোও ব্যবহার করতে পারছে না দেশটির নাগরিকরা।

লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ রাস্তায়, পার্ক, টেন, সমুদ্রসৈকতে যেতে পারবে না।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইট ব্লক করে রাখা হয়েছে। হোয়াটস অ্যাপ ব্যবহারেও সমস্যায় পড়ছেন শ্রীলঙ্কার ব্যবহারকারীরা।

নতুন করে যাতে বিক্ষোভ না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে কারফিউ জারি করা হয়েছে।

এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের বাইরে সহিংসত বিক্ষোভের জেরে কলম্বোর বেশ কয়েকটি এলাকায় করাফিউ জারি করা হয়, পরে তা শুক্রবার ভোর ৫টায় প্রত্যাহার করা হয়। বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে নারীসহ ৪৫ জনকে আটকও করে দেশটির পুলিশ।

দেশটিতে অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সরকারকে দায়ী করে বৃহস্পতিবার রাতে কলম্বোর মিরিহানায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের একটি ব্যক্তিগত বাসভবনের বাইরে বিক্ষোভ শুরু করে কয়েকশ মানুষ।