প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২১ ১৬:৩৭:২৩ | আপডেট: ৩ years আগে
শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন। এছাড়া অন্তত কয়েক হাজার মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

শ্রীলঙ্কার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েকদিনের টানা বৃষ্টিতে শ্রীলঙ্কার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের নদীগুলোতে স্বাভাবিককে চেয়ে বেশি পানি প্রবাহিত হতে শুরু করে। ফলে নিম্নাঞ্চলের এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েতে বাধ্য হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ কোডিপ্পিলি বলেন, ‘পানির স্তর স্বাভাবিক মাত্রায় নামতে শুরু করেছে। কিন্তু এখনো ১০টি জেলায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বন্যায় ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় এক লাখ ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

এর আগে দ্বীপ রাষ্ট্রটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র থেকে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। তখন জানানো হয়েছিল, নিহত চারজনের মধ্যে দুইজন ভূমিধসে মারা গেছেন। বাকি দুইজন বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মহাপরিচালক আথুলা কারুনানায়াকে বলেন, ‘আমরা আশা করছি, এখন থেকে বৃষ্টি কমতে শুরু করবে। তবে কয়েকটি অঞ্চলে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে।’