আফগানিস্তানে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, ২০২১ সালে সংঘাতের কারণে ৬ লাখ ৩৪ হাজারের বেশি আফগান নাগরিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের এ সংস্থাটি।
সংস্থাটি তাদের প্রতিবেদনে বলছে, চলতি বছরের ১২সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬ লাখ ৩৪ হাজার ৮০০ জন আফগান নাগরিক সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্য থেকে ২ লাখ ৮২ হাজার ২৪৬ আফগান বাস্তুচ্যুত মানুষ সহায়তা পেয়েছে।
আফগান কর্মকর্তা এবং মানবিক সংস্থাগুলো দেশটিতে বাস্তুচ্যুত পরিবারের জীবনযাত্রার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এটি নারী ও শিশুদের জীবনকেও প্রভাবিত করেছ। এমনকি তারা স্বাস্থ্য সুবিধা ও স্কুলে পড়ার সুযোগও পাচ্ছে না।
ওসিএইচএ'র মতে, এ বছর আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগের কারণে ২৮ হাজারেরও বেশি আফগান ক্ষতিগ্রস্ত হয়েছে।