আফগানিস্তানের কান্দাহারে তালেবান ও আফগান বাহিনীর সংঘর্ষে পড়ে বার্তা সংস্থা রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হয়েছেন।
শুক্রবার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজের বরাতে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, কান্দাহার প্রদেশের স্পিন বলদাক অঞ্চলে সংঘর্ষ চলাকালে রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হন। ভারতীয় এ সংবাদিক গত কয়েক দিন ধরে কান্দাহারের পরিস্থিতি কভার করছিলেন।
৪০ বছর বয়সী দানিশ ছিলেন মুম্বাইয়ের বাসিন্দা। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র টেলিভিশন সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ২০১০ সালে রয়টার্সে শিক্ষানবীশ ফটোসাংবাদিক হিসেবে যোগ দেন। এর ছয় বছরের মধ্যেই যান ইরাকের মসুলে যুদ্ধের ছবি তুলতে।
২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন তিনি। এছাড়াও হংকং প্রোটেস্ট, ২০২০ সালে দিল্লির দাঙ্গার ছবিও তোলেন দানিশ।
রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে করা সিরিজের জন্য ২০১৮ সালে রয়টার্সের ৭ সদস্যের যে আলোকচিত্রী দল পুলিৎজার জিতেছিল, তার মধ্যে থাকা দুই ভারতীয়র একজন ছিলেন দানিশ।