নিজ বাসভবনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান, মঙ্গলবার মধ্যরাতে অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এসময় হামলায় প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি মার্টিন মইসিও আহত হয়েছেন।
এ হামলাকে ঘৃণ্য, অমানবিক ও বর্বর বলে অভিহিত করেছেন ক্লাউডি জোসেফ। তিনি বলেন, জাতীয় পুলিশসহ অন্যান্য বাহিনী ক্যারিবীয় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন।