প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বেলজিয়াম সরকারের উদ্যোগ

সপ্তাহে ৪ দিন অফিস, শ্রম নীতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫২:৩৫ | আপডেট: ২ years আগে
সপ্তাহে ৪ দিন অফিস, শ্রম নীতি ঘোষণা

করোনার ধকল কাটিয়ে অনেকটাই স্বভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব, চালু হয়েছে কর্মক্ষেত্র। কার্যক্রম সচল রাখতে করোনাকালে অনেক প্রতিষ্ঠানই কর্মীদের বাসা-বাড়িতে থেকে কাজ করার সুযোগ দিয়েছে। তবে এবার এলো নতুন ঘোষণা, কর্মীদের ব্যক্তিগত জীবন ও কাজে আরও স্বাচ্ছন্দ্য আনা ও তাদের উজ্জীবিত করতে সপ্তাহে মাত্র ৪ দিন অফিস।

ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, বেলজিয়াম সরকার দেশটির কর্মীদের জন্য সপ্তাহে ৪ দিন অফিস করার সুযোগ দিচ্ছে। মঙ্গলবার নতুন এ শ্রম নীতি ঘোষণাও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো।

এ ছাড়ের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি আমাদের আরও নমনীয় ভাবে কাজ করতে বাধ্য করছে। বিষয়টি নিয়ে আমি আমার দায়িত্বশীল মন্ত্রীদের সঙ্গে কথা বলে অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছি।

এটির উদ্দেশ্য হলো, কর্মজীবীরা যাতে তাদের কর্মস্থল ও ব্যক্তিগত জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারে।

এমন সিদ্ধান্তের ফলে দেশটিতে এখন থেকে কর্মজীবীরা বৃস্পতিবার অফিস করার পর আবার সোমবার থেকে অফিস করবেন। মধ্যে এ সময়ে কোনো কর্মীকেই অফিসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে হবে না।

এছাড়া, অফিসের সঙ্গে যোগাযোগের ডিভাইসগুলোও বন্ধ রাখতে পারবেন তারা, কাটাতে পারবেন ঝামেলাহীন একান্ত সময়।

এর আগে স্পেন, আইসল্যান্ড এবং জাপান এর আগে ট্রায়াল ভিত্তিতে চার দিনের কর্ম সপ্তাহের চেষ্টা করে।

অবশ্য, সবার আগে এ সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম দেশ হিসেবে গত ডিসেম্বর থেকেই সপ্তাহে ৪ দিন কর্মদিবস বাস্তবায়ন করে যাচ্ছে শীর্ষস্থানীয় ধনী দেশটি।