প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সস্ত্রীক নিহত ভারতের প্রতিরক্ষা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১ ১৯:০৭:২২ | আপডেট: ২ years আগে
 সস্ত্রীক নিহত ভারতের প্রতিরক্ষা প্রধান

হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত মারা গেছেন।

বুধবার তামিলনাড়ুর কন্নড়ে একটি দুর্গম পাহাড়ের জঙ্গলে ভূপতিত হওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে ১৩ জন মারা গেছেন। খবর এনডিটিভি।

এই দুর্ঘটনায় নিহত ১৩ জনের তালিকায় বিপিন রাওয়াতের স্ত্রীসহ রয়েছেন সামরিক কর্মকর্তা।

এর আগে বুধবার স্থানীয় সময় ১২টা ৪০ মিনিট নাগাদ কন্নড়ের গভীর জঙ্গলের ভেতর ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। সাথে সাথেই সেটিতে আগুন ধরে যায়। হেলিকপ্টারে বিপিন রাওয়াতসহ ১৪ জন যাত্রী ছিলেন।

২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব নেন সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। দেশটির তিন বাহিনী—সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ের জন্য তাকে এই পদে বসানো হয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে উদ্ধার অভিযানে রয়েছেন কর্মীরা। ঘন ও গাঢ় ধোয়া উড়ছে। গাছের ওপর দিয়ে আগুন দেখা গেছে। স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা মৃতদেহগুলো সরিয়ে নিয়েছেন।