দীর্ঘ দু’মাস পর চীনের বাণিজ্যিক নগরী সাংহাই থেকে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। বুধবার থেকে তুলে নেয়া হয় বিধিনিষেধ। খবর আল জাজিরার।
লকডাউন উঠে গেলেও এখনও নগরীটির সাড়ে ৬ লাখ বাসিন্দা এখনো রয়েছেন কোয়ারেন্টিনে।
চীনে এখনও অনেকে করোনায় ভুগছেন। তবে তা সংখ্যায় কম হওয়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের সরাসরি ক্লাসে অংশগ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। তবে বাইরে চলাচলের সুযোগ পাওয়া ব্যক্তিদের অবশ্যই দেখাতে হবে ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ হওয়ার সনদপত্র। মোবাইলে থাকতে হবে ‘গ্রিন হেলথ কোড’, যা বহন করবে সুস্থতার প্রতীক।
৭৫ শতাংশ ধারণক্ষমতা নিয়ে চলাচল করতে পারবে যানবাহন। দোকানপাট খোলার ব্যাপারেও এসেছে শিথিলতা। তবে সিনেমা হল, জাদুঘর বা জিম এখনই খুলবে না।
আড়াই কোটি বাসিন্দার ব্যস্ততম শহরে মার্চের শেষ দিকে করোনা শনাক্ত হয়। এর পর লকডাউনের সিদ্ধান্ত নেয় চীন।