প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সিকিমে তুষারধসে নিহত ৭, চাপ পড়েছেন অনেক পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩ ১৭:০৪:১৬ | আপডেট: ২ years আগে
সিকিমে তুষারধসে নিহত ৭, চাপ পড়েছেন অনেক পর্যটক
উদ্ধার অভিযান চলছে। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের নাথু লা পাস এলাকার কাছে ব্যাপক তুষারধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন পর্যটক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নাথু লা পাস এলাকার কাছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ তুষারধসের ঘটনা ঘটে। ইতোমধ্যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়।

দেশটির একজন কর্মকর্তা বলেছেন, বোর্ড রোডস অর্গানাইজেশন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং এখন পর্যন্ত ২২ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ছয় জনকে গভীর উপত্যকা থেকে উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি বলছে, তুষারধসের সময় ওই এলাকায় দেড়শরও বেশি পর্যটক ছিলেন। তুষারধসের ঘটনার পর সিকিম পুলিশের সঙ্গে ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং গাড়ির চালকরা উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।