প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর হাতেই ফিরছে ক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২১ ১৪:৪৯:৪৪ | আপডেট: ২ years আগে
সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর হাতেই ফিরছে ক্ষমতা

সুদানে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে পুনর্বহাল করতে চলেছে দেশটির সেনাবাহিনী।

সুদানের রাজনৈতিক দল উমা পার্টির প্রধান ফাদাল্লাহ বারমা বরাতে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জানা যায়, শনিবার রাতে সুদানের বেসামরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায় দেশটির সামরিক বাহিনী।

সুদানের রাজনৈতিক দল উমা পার্টির প্রধান ফাদাল্লাহ বারমা নাসির জানান, সুদানের সকল বেসামরিক রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীর মধ্যকার চুক্তি অনুযায়ী দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক টেকনোক্র্যাট (অনির্বাচিত) ব্যক্তিদের দিয়ে একটি স্বাধীন মন্ত্রিসভা গঠন করবেন। এছাড়া অভ্যুত্থানের পর আটক হওয়া সকল রাজনৈতিক বন্দিকেও মুক্তি দেওয়া হবে।

গত ২৫ অক্টোবর অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে আটক করে সুদানের সেনাবাহিনী। সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে এই ক্ষমতা দখলের পর থেকেই দেশটির হাজার হাজার নাগরিক প্রায় প্রতিদিনই বিক্ষোভ করে আসছেন।