প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সুদানে কার্যক্রম স্থগিত করলো বিশ্ব ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২১ ১৭:২৫:১৪ | আপডেট: ৩ years আগে
সুদানে কার্যক্রম স্থগিত করলো বিশ্ব ব্যাংক
সংগৃহীত ছবি

উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানের ঘটনায় বুধবার দেশটিতে কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন জানানো হয়, আফ্রিকা অঞ্চলের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নও এদিন সুদানের সদস্যপদ স্থগিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, সুদানে নির্বাচন কেন্দ্রিক একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত স্থগিতাদেশটি বহাল থাকবে।

গেল সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পরপরই সংকট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের অবিলম্বে সংলাপে বসার তাগিদ দিয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এর দুই দিনের মাথায় বুধবার দেশটির সদস্যপদ স্থগিতের ঘোষণা দেয় সংস্থাটি।

সুদানকে আগের অবস্থানে ফেরাতে আঞ্চলিক সহযোগী দেশগুলোকে এক হয়ে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

অভ্যুত্থানের পরপরই সুদানে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবিলম্বে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যদিও সুদানের অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের দাবি করেছেন গৃহযুদ্ধ এড়াতেই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।

২০১৯ সালে ব্যাপক জনপ্রিয় এক আন্দোলনে স্বৈরশাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে গণতন্ত্র ফেরাতে গঠন করায় সামরিক-বেসামরিক নেতৃত্বের যৌথ এক সার্বভৌম কাউন্সিল। অভ্যুত্থানের হোতা জেনারেল বুরহান সোমবার দেশের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর এই কাউন্সিল ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেছেন।

আগামী মাসে জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান নেতৃত্বাধীন দেশ পরিচালনাকারী সার্বভৌম কাউন্সিলের নেতৃত্ব বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা ছিল। এই পদক্ষেপ বাস্তবায়ন হলে সামরিক বাহিনীর ক্ষমতা হ্রাস পেত। কিন্তু তার আগে অভ্যুত্থান ঘটে দেশটিতে।