প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সুমি শহর থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে: ইউক্রেন

০৯ মার্চ ২০২২ ১১:৫৮:৩৭ | আপডেট: ২ years আগে
সুমি শহর থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে: ইউক্রেন

কিয়েভ জানিয়েছে, উত্তর-পূর্বের শহর সুমি থেকে বেসামরিক মানুষজনকে সম্পূর্ণভাবে সরিয়ে নেয়া হয়েছে। (খবর বিবিসি’র)।

প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কির দপ্তরের একজন কর্মকর্তা কাইরিলো তাইমোশেঙ্কো জানিয়েছেন, শহর থেকে পাঁচ হাজার মানুষ এবং এক হাজার ব্যক্তিগত গাড়ি নিরাপদ অবস্থানে চলে গেছে।

তার টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করািএকটি ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক মানুষ রাতের বেলা একটি রেল স্টেশনে পৌঁছেছেন।

তবে তিনি বিস্তারিত জানাননি। বিবিসিও ভিডিওটি যাচাই করতে পারেনি।

রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরে গত কয়েকদিন ধরে ভারী গোলাবর্ষণ করছে রুশ সৈন্যরা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র সোমবার শহরটিতে ২২ জন নিহত হয়েছে, তাদের মধ্যে শিশুও রয়েছে।