রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ সম্প্রচারের সময় ‘যুদ্ধ চাই না’ প্ল্যাকার্ড নিয়ে অভিনব প্রতিবাদ করা মারিনা ওভাসায়ানিকোভা নামে সেই সাংবাদিককে বিচারের মুখোমুখি করেছে কর্তৃপক্ষ।
বিবিসির খবরে বলা হয়েছে, রুশ টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’-এর সাংবাদিক মারিনাকে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জরিমানা করে মুক্তি দেয়া হয়। তাকে মোট ৩০ হাজার রুবল জরিমানা করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ‘চ্যানেল ওয়ান’-এ লাইভ সংবাদ চলাকালে সেটে ঢুকে পড়েন মারিনা। তিনি যে প্লাকার্ড ধারণ করেছিলেন তাতে লেখা ছিল—“যুদ্ধ বন্ধ করুন, যুদ্ধকে না বলুন।” আর অস্পষ্ট ভাষায় লেখা ছিল, “রাশিয়ানরা যুদ্ধের বিপক্ষে।”
ঘটনার পর তাকে আটক করে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
আশঙ্কা করা হচ্ছে, নতুন ফৌজদারি আইনে গুরুতর অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করা হতে পারে। নতুন ওই ফৌজদারি আইনে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে ‘আগ্রাসন’ বলা, যুদ্ধ নিয়ে ‘ভুয়া সংবাদ’ ছড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
আদালতে শুনানির পর মারিনা বলেন, ১৪ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকাবস্থায় পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে আমাকে যোগাযোগ করতে দেয়া হয়নি। আইনজীবীর সঙ্গে কথা বলারও সুযোগ দেয়নি।