সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ অনন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় আরও দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পূর্বাঞ্চলীয় আল-হাসা জেলায় ঘটে এ দুর্ঘটনা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহত প্রবাসীদের মধ্যে তিনজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহী। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।
কর্তৃপক্ষ জানায়, আল-মানসুরা শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানায় আকস্মিক আগুন লাগে। কাঠের কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। এতে কারখানাটির ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। নিহতদের মধ্যে এক ভারতীয় নাগরিকও রয়েছেন।