প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৩ ২১:৪৩:৫২ | আপডেট: ২ years আগে
সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা। খবর গাল্ফ নিউজের।

এতে বলা হয়েছে, মঙ্গলবার (২১ মার্চ) সৌদি আরবের কোন স্থানে রমজানের চাঁদ দেখা যায়নি।

চন্দ্রবছর ও সৌরবছরের মধ্যে ১১ দিনের পার্থক্যের কারণে প্রতি বছর রমজান মাসের সূচনার তারিখ পাল্টে যায়। কবে চাঁদ দেখা যাবে, তার উপর নির্ভর করে পবিত্র রমজান মাসের শুরু হয়।

আরব নিউজের খবরে বলা হয়েছে, সৌদিআরবের সুপ্রিম কোর্ট চাঁদ না দেখতে পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

বুধবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায় করা হবে দেশটিতে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে বৃহস্পতিবার প্রথম রোজা হবে সৌদিতে।