সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।
সৌদি আরব কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার রাতে তারাবি নামাজ ও সেহরি খাওয়ার মধ্যদিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর। শনিবার এই কমিটির বৈঠক রয়েছে।