প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, রক্ষা পেল ১৮৫ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২২ ১৬:২৮:১৬ | আপডেট: ২ years আগে
পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, রক্ষা পেল ১৮৫ যাত্রী
সংগৃহীত

ভারতের দিল্লিগামী স্পাইসজেট বিমানের একটি ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝ আকাশেই আগুন ধরে যায়। পাখির আঘাতের পর বাম ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় বিমানটি পাটনায় জরুরি অবতরণ করেছে।

রোববার দুপুরে দিল্লিগামী স্পাইসজেটের বিমানে হঠাৎ করেই আগুন ধরে যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ১৮৫ যাত্রী।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিমানটি টেক-অফ করার পরপরই ইঞ্জিনে পাখির আঘাতে আগুনের সূত্রপাত হয়। এরপরই ক্রু এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল পাটনা বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা করে। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে।

বোয়িং ৭৩৭ বিমানটি রোববার দুপুর ১২টার দিকে পাটনা থেকে যাত্রা শুরু করেছিল। এবং দুপুর দেড়টায় দিল্লি পৌঁছানোর কথা ছিল। এমন অবস্থায় এয়ারলাইন্স যাত্রীদের তাদের নিজ নিজ গন্তব্যে ফেরানোর জন্য বিকল্প ব্যবস্থা করছে বিমান সংস্থা।

এদিকে বিমানের ইঞ্জিনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে সব যাত্রী নিরাপদ আছেন বলে জানা গিয়েছে। বিমান সংস্থা বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আহত হওয়ার খবর পাওয়া যায়নি।