প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ মেডিকেল শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২ ১৩:১০:২৮ | আপডেট: ২ years আগে
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ মেডিকেল শিক্ষার্থী
সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন।  

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সোমবার রাতে স্থানীয় সময় রাত দেড়টার দিকে রাজ্যটির সেলসুরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের সেলসুরা এলাকায় ব্রিজ ভেঙ্গে নীচে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। শুধুমাত্র চালক প্রাণে বেঁচে যান।

প্রাথমিক তদন্তে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। স্থানীয় পুলিশের সহযোগিতায় নিহতদের নাম, পরিচয় নিশ্চিত করা হয়। নিহতদের তালিকায় রয়েছেন বিজেপির বিধায়ক বিজয় রাহাংদালের পুত্র।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই ওয়ারদা এলাকায় অবস্থিত সাভাঙ্গি মেডিকেল কলেজের শিক্ষার্থী। নিহতদের পাঁচজন ফাইনাল ইয়ারের ছাত্র আর বিজেপি নেতার পুত্র অভিষ্কর ছিলেন প্রথমবর্ষের শিক্ষার্থী।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।