করোনা মহামারী শিথিল হওয়ায় দুই বছর পর এবার ১০ লাখ মুসল্লিকে হজ আদায়ের সুযোগ দেয়া হবে। শনিবার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন।
হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটির অভ্যন্তরীণ এবং অন্যান্য দেশেরসহ মোট ১০ লাখ ইসলাম ধর্মালম্বীদের এই সুযোগ দেয়া হবে। তবে অংশগ্রহণকারীদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং দেশের বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পিসিআর টেস্ট ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার পর হজে অংশ নিতে পারবেন।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হজ। ধর্মীয়ভাবে মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ আদায় করার নির্দেশনা রয়েছে। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে হজ একটি। ২০১৯ সালে অর্থাৎ মহামারির আগে প্রায় ২৫ লাখ মুসল্লি হজ আদায় করেন। কিন্তু ২০২০ সালে করোনা মহামারী শুরুর পর সৌদি কর্তৃপক্ষ দেশটির স্থানীয় ৬০ হাজার মানুষকে হজে আদায়ের অনুমতি দেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, সৌদিতে হজ (ওমরাহ) পালনের জন্য বিদেশি মুসল্লিদের সংখ্যা বাড়াছে। পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে ওমরাহ হজ পালনে রেকর্ড সংখ্যক মুসল্লি সৌদি আরব উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ৯৫ হাজার ৪৯৯ জন বিদেশি নাগরিক ওমরাহ পালনের জন্য দেশটিতে এসেছেন।